বাজার-বানিজ্য

জি আই ট্যাগ মেলার পর, পাঁচমুড়ার শিল্পীরা আসছেন অন লাইন বিপণনে।

জি আই ট্যাগ মেলার পর, পাঁচমুড়ার শিল্পীরা আসছেন অন লাইন বিপণনে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জি,আই -ট্যাগের স্বীকৃতি মেলার পর এবার পাঁচমুড়ার পোড়া মাটির শিল্প সামগ্রী নুতন করে বিশ্বের বাজারে অন লাইনে বিপণনের তোড়জোড় শুরু করে দিলেন শিল্পীরা।

শিল্পীদের দাবী, এবার বিশ্বজুড়ে অনলাইনে পাঁচমুড়ার পোড়া মাটির শিল্প সামগ্রীর বিপণন অনেক সহজ হবে, আর জি আই ট্যাগকে হাতিয়ার করে ঠেকানো যাবে নকল পাঁচমূড়ার সামগ্রী বিক্রেতাদের। এবং দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও বিকোবে তাদের শিল্প সামগ্রী। এতদিন, রপ্তানীকারী ফোঁড়েরা এখান থেকে কমদামে জিনিস কিনে কয়েক গুন বেশী মুনাফায় বিদেশে পাঠাত। তাতে,শিল্পীরা লাভের মুখ দেখতে পেতেন না। জি,আআই ট্যাগ মেলায় এখন সরাসরি বিদেশে বিপননে নামলে শিল্পীরাও দু পয়সা বেশী আয় করতে পারবেন বলে জানান শিল্পী ব্রজনাথ কুম্ভকার,সুমন্ত কুম্ভকাররা। পাশাপাশি,রাজ্যের বিভিন্ন জায়গায় পাঁচমুড়ার পোড়া মাটির শিল্পের আদলে নকল জিনিস বানিয়ে বিক্রীবাটার যে রমরমা চলছিল তাও এবার বন্ধ হবে। এরকম নকল কারবারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াও সহজ হবে। এজন্য জি,আই ট্যাগ শিল্পীদের কাছে "জিয়ন কাঠি" -বলেও মনে করছেন তারা।

পাঁচমুড়ার পোড়ামাটির ঘোড়ার জগৎ জোড়া খ্যাতি। বাঁকুড়া জেলার আইকন এই অভিনব গঠনশৈলীর পোড়ামাটির ঘোড়া। এবার সেই ঘোড়া বিশ্বের বাজারে দৌড়বে এমনটাই আশা করছেন শিল্পীরা।

এক সময় মুলত গাজন,ধর্মঠাকুর,শিব,মনসা,

পুজো সহ বিভিন্ম লোকদেবতার পুজোয় মানত হিসেবে পোড়ামাটির হাতি,ঘোড়া বানানোর প্রচলন হয়েছিল পাঁচমুড়ায়। ধীরে,ধীরে তা লোক শিল্পে পরিনত হয়।শিল্পীরা শিল্প নিয়ে নানা পরীক্ষা নীরীক্ষা করে ঘষে,মেজে এই শিল্প যুগোপযোগী করে তুলেছেন। এখন হাতি,ঘোড়ার পাশাপাশি টেরাকোটার টাইলস,পোড়ামাটির গয়নাগাটি,ল্যাম্পশেড,ডিনার সেট,সহ নিত্য ব্যবহারযোগ্য ছাইদানি, ফুলদানি,মোমদানি,ফ্রুট বাস্কেট,গৃহ সজ্জার সামগ্রীও বানাচ্ছেন শিল্পীরা। যেগুলোর চাহিদা বাড়ছে বজারে। এবার জি,আই ট্যাগ কে পু্ঁজি করে শিল্পীরা বিশ্বের বাজারেও পা ফেলতে চাইছেন। তার তোড়জোড় শুরু করছেন জোর কদমে। জি,আই ট্যাগের ওপর ভর করে এবার এই পোড়ামাটির শিল্প কতটা লাভবান হয় সেটাই এখন দেখার। তবে এই শিল্প যে কেবল পাঁচমুড়ার নিজস্বী হয়ে গেল চিরকালের জন্য এটাও তো কম পাওয়া নয়। তাই জি,আই ট্যাগের পর খুশীর হাওয়া পুরো পাঁচমুড়া,জুড়ে।

Next Story