জঙ্গলমহল খাতড়া

বেডে বসে স্বামী- স্ত্রী একসাথে ভাত খাওয়ার পর, থালা ধুয়ে ফিরে এসেই স্ত্রী দেখলেন, স্বামী উধাও ! চাঞ্চল্য সিমলাপাল ব্লক হাসপাতালে।

বেডে বসে স্বামী- স্ত্রী একসাথে ভাত খাওয়ার পর, থালা ধুয়ে ফিরে এসেই স্ত্রী  দেখলেন, স্বামী উধাও ! চাঞ্চল্য সিমলাপাল ব্লক হাসপাতালে।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন:সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পার হলেও এখনও কোনো সন্ধান মেলনি অনিরুদ্ধ সৎপতি(৩৬) নামে ওই রোগীর।

সিমলাপাল ব্লকের পারুলিয়া গ্রামের বাসিন্দা অনিরুদ্ধ বাবু গত ২৯ আগস্ট হজম সমস্যা জনিত পেটের রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে পড়ায় তাকে, ৫ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছুটি দেন চিকিৎসকরা কিন্তু রোগীর বাড়ীর লোক তাকে নিয়ে যেতে রাজী হননি। উল্টে আরো কয়দিন তাকে ভর্তি রাখার আর্জি জানান চিকিৎসকদের। তারই মধ্যে বুধবার দুপুর থেকে রোগীর কোনো খোঁজ পাওয়া না যাওয়ায় বাড়ীর লোক হাসপাতালে ঘটনাটি জানান।

এরপর,সিমলাপাল থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে হাসপাতাল কতৃপক্ষ। এদিকে, স্থানীয় বিএমওএইচ পুলিশের ভুমিকা নিয়ে অভিযোগ তুলে বলেন, পুলিশ অনেক দেরীতে তদন্ত শুরু করে। অন্যদিকে, নিখোঁজ রোগীর স্ত্রী সুজাতা দেবীর অভিযোগ, থানায় নিখোঁজ ডাইরী করতে গেলে তা নিতে অস্বীকার করে পুলিশ। তিনি আরও বলেন, বুধবার দুপুরে স্বামী- স্ত্রী এক সাথে বেডে বসে ভাত খাচ্ছিলেন। তার পর বাইরে থেকে থালা, বাটি ধুতে গিয়ে ফিরেই দেখেন তার স্বামী উধাও। তার দাবী হাসপাতালের সিসি টিভি দেখে পুরো ঘটনার তদন্ত করা হোক।

[playlist type="video" ids="667"]

অন্যদিকে,এই ব্লক হাসপাতালে এই রোগী উধাওয়ের ঘটনার পর নিরাপত্তা কর্মী নিয়োগের দাবী তুলেছেন রোগীর আত্মীয়, স্বজনরা। গড়ে প্রায় ৯০ জন করে রোগী ভর্তি হন এখানে। তাই নিরাপত্তা জোরদার না হলে এমন ঘটনা যে আকছার ঘটবে, তা বলাই বাহুল্য।

[playlist type="video" ids="668"]

Next Story