কেনাকাটার সময় সোস্যাল ডিস্টেন্স বজায়ে সচেতন করতে শহরের বাজার গুলোয় হানা পুলিশ সুপারের।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহরের বাজার গুলোয় জিনিস কেনাকাটার সময় মানুষের ভীড় করা এবং একে অপরের থেকে নিরাপদ দুরত্ব না দাঁড়ানোর ফলেও ছড়াতে পারে মারন ভাইরাস কোভিড- ১৯। এই ভাইরাসের এড়াতে কমপক্ষে একে অপরের মধ্যে এক থেকে দেড় মিটার দুরত্ব সবসময় বজায় রাখা দরকার। এই দুরত্ব রক্ষা করাটাও এখন আমাদের অভ্যেসে পরিনত করতে হবে। তা দোকান,বাজারে কেনাকাটাই হোক বা একে অন্যের সাথে কথা বলার ক্ষেত্রেই হোক। সারা দেশের সাথে আমাদের জেলার মানুষের কাছেও এই অভ্যেস গড়ে তোলাটা খুবই জরুরী। সেই কারণেই আম জনতাকে সোস্যাল ডিস্টেন্স সম্পর্কে সচেতন করতে শহরের বাজার গুলোয় হানা দিলেন পুলিশ সুপার নিজে। বাজারে,বাজারে গিয়ে মানুষজন কে এই সোস্যাল ডিস্টেন্স মেন্টেইন করার অনুরোধ জানালেন তিনি। এদিন দুপুরে শহরের নুতনচটির কৃষক বাজারেও যান পুলিশ সুপার কোটেশ্বর রাও। পাশাপাশি তিনি জানান, সকালের দিকে বিশেষ করে সবজি বাজারে ভীড় কমাতে জেলা পুলিশ আরও কড়া হবে। এছাড়া সারা জেলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় রাজ্যবাসীর প্রতি যে আবেদন করেছেন তার অডিও ক্লিপিংস বাজিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]