শহর বাঁকুড়া

শিক্ষক দিবসে, সিভিক,ভিলেজ পুলিশের অঙ্কন প্রশিক্ষকদের সম্বর্ধনা ইন্দাস থানার।

শিক্ষক দিবসে, সিভিক,ভিলেজ পুলিশের অঙ্কন প্রশিক্ষকদের সম্বর্ধনা  ইন্দাস থানার।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পেশায় কেও ভিলেজ পুলিশ, কেও সিভিক ভলান্টিয়ার হলেও ইন্দাস থানার সোপান কর্মসূচিতে এঁরাই আবার কাজের ফাঁকে অঙ্কন প্রশিক্ষণের পাঠ দেন কচিকাঁচাদের।

আজ শিক্ষক দিবসে এই প্রশিক্ষকদের সম্মানিত করল ইন্দাস থানা। পাশাপাশি, স্থানীয়,এস,এন,পাঁজা হাইস্কুলের শিক্ষক, শিক্ষিকাদেরও এদিন সম্বর্ধনাও দেওয়া হয়।

একনজরে ভিডিও দেখতে নীচে ক্লিক করুন।[video width="592" height="320" mp4="http://bankura24x7.com/wp-content/uploads/2018/09/YouCut_20180905_202843799.mp4"][/video]

Next Story