ব্রেকিং নিউজ

অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বড়ো সাফল্য বাঁকুড়া পুলিশের , এক মাসে উদ্ধার ৩৯ টি চুরি যাওয়া মোবাইল ফোন,গ্রেপ্তার ১৫ জন।

অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বড়ো সাফল্য বাঁকুড়া পুলিশের , এক মাসে উদ্ধার ৩৯ টি চুরি যাওয়া মোবাইল ফোন,গ্রেপ্তার ১৫ জন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার মোবাইল চোরেরা সাবধান!

চুরি করা মোবাইলের অবস্থান চিহ্নিত করে আপনার ঘরে হানা দেবে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। আর মোবাইল সহ আপনার ঠাঁই হবে শ্রী ঘরে!

হ্যাঁ, অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে, চুরি যাওয়া মোবাইলের ডাটা বেস পর্যালোচনা ফলে সহজেই ধরা পড়ে যাবে মোবাইল সহ চোরও!

এমন প্রযুক্তি ব্যবহার করেই গত এক মাসে চুরি যাওয়া ৩৯ টি মোবাইল ফোন উদ্ধার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। আজ, সাংবাদিক বৈঠক ডেকে সেই তথ্য জানালেন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও এন।

তিনি বলেন,৩৯ টি মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি, ১৫ জনকে ফোন চুরির দায়ে গ্রেপ্তার করে ইতিমধ্যেই কোর্টে তোলা হয়েছে।

এই চুরির সিংহ ভাগ ঘটেছে বাঁকুড়া শহর এলাকায়,আর বাকী কিছু চুরি হয় বড়জোড়া,গঙ্গাজলঘাটি ও কোতুলপুর থানা এলাকা থেকে। তবে, পুলিশ সুপারের দাবী এই চুরির ঘটনায় কোনো পেশাদার গ্যাঙ যুক্ত আছে এমন নয়। বিক্ষিপ্ত ভাবেই ঘটেছে চুরির ঘটনা। পথ চলার সময় বা বাসে চড়ে যাতায়াতের সময় পকেট থেকে ফোন হাতানোর ঘটনা বেশী, আর ব্যবহারকারীর অন্যমনস্কতার সুযোগে বা কোথাও ভুলে ফোন ফেলে আসার সময়ও মোবাইল নিয়ে চম্পট দেওয়ার ঘটনা রয়েছে।

তবে,চুরি যে ভাবেই হোক ফোনের আই ই এম নাম্বার, ফোন নাম্বার সহ থানায় ঠিক মতো অভিযোগ করলে পুলিশ ফোন উদ্ধার করে দেবে। জেলাবাসীকে এমনই আশ্বাস দিলেন জেলার পুলিশ সুপার।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story