জঙ্গলমহল খাতড়া

জেলার জঙ্গল মহলের ৬টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হল।

জেলার জঙ্গল মহলের ৬টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হল।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার জঙ্গল মহলের ৬টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হল নির্বিঘ্নেই। প্রথম পর্যায়ে বাঁকুড়ার খাতড়া মহকুমা এলাকার ছ'টি সমিতিতেই বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস।

এদিন জেলার সিমলাপাল, রাইপুর, সারেঙ্গা, খাতড়া, হীড়বাঁধ ও ইন্দপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের প্রক্রিয়া শেষ হয়।

হীড়বাঁধে বোর্ড গঠনের দিনই তৃণমূল কর্মী,সমর্থক ও নেতা মিলিয়ে শতাধিক মানুষ রক্তদান করে বোর্ড গঠনকে স্মরনীয় করে রাখেন। অন্যদিকে, খাতড়ায় তৃণমূল বোর্ড গঠনের দিন স্থানীয় গুনীজনদের সম্বর্ধনারও আয়োpজন করে।

দলীয় সূত্রে জানা গেছে, সিমলাপাল পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন লক্ষীমনি টুডু, সহ-সভাপতি দিলীপ পণ্ডা। রাইপুরে সুলেখা মাহাতো সভাপতি ও সহ-সভাপতি রাজকুমার সিংহ। সারেঙ্গাতে সভাপতি আল্পনা লোহার, সহ-সভাপতি শেখর রাউৎ। খাতড়ায় সভাপতি জয়ন্ত মিত্র, সহ-সভাপতি শম্ভূ মাণ্ডি। হীড়বাঁধে সুচিত্রা মুদি সভাপতি, কুনাল সুবুদ্ধি সহ-সভাপতি। এবং ইন্দপুরে অন্নপূর্ণা লায়েক সভাপতি ও শম্ভূনাথ ব্যানার্জ্জী সহ-সভাপতি নির্বাচিত হন।

Next Story