Home > ব্রেকিং নিউজ > #পূজো পরিক্রমা : কাটজুড়িডাঙ্গা ইলেকট্রিক সাব স্টেশন মোড় সার্বজনীন # সমতলেই গড়ে উঠেছে শুশুনিয়া পাহাড়, সেখানেই চলছে দেবীর আরাধনা! দেখুন ভিডিও।
#পূজো পরিক্রমা : কাটজুড়িডাঙ্গা ইলেকট্রিক সাব স্টেশন মোড় সার্বজনীন # সমতলেই গড়ে উঠেছে শুশুনিয়া পাহাড়, সেখানেই চলছে দেবীর আরাধনা! দেখুন ভিডিও।
BY Bankura 24x716 Oct 2018 10:49 AM GMT
X
Bankura 24x716 Oct 2018 10:49 AM GMT
#বাঁকুড়া২৪X৭পূজো পরিক্রমা -২০১৮ :- কাটজুড়ি ডাঙ্গা সাব স্টেশন মোড় সার্বজনীন : শহরের কাটজুাড়ি ডাঙ্গা ইলেকট্রিক সাব স্টেশন মোড় সার্বজনীন শহরের বুকে তুলে এনেছে আস্ত শুশুনিয়ার পাহাড়কে।
বাঁকুড়া জেলার অন্যতম এই পর্যটন আইকন শুশুনিয়া পাহাড় গড়ে তুলে
তাক লাগিয়ে দিয়েছেন এই পূজো কমিটির কর্তারা।
পাহাড় এবং পাহাড়ের ঝরণা ধারাও সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন মন্ডপ শিল্পীরা।
তার সাথে, শুশুনিয়ার খোদাই করা পাথর শিল্পের আদলে তৈরী মানানসই প্রতিমা ও বাহারী আলোক সজ্জা। যা, নজর কাড়ছে সবার।
#দেখুন ভিডিও। [embed]
Next Story