Home > ব্রেকিং নিউজ > #পূজো পরিক্রমা : কোতুলপুর উত্তরপল্লী ব্যবসায়ী বৃন্দের পূজো। এবার মন্ডপ গড়ে তোলা হযেছে জয়রামবাটির মাতৃ মন্দিরের আদলে।
#পূজো পরিক্রমা : কোতুলপুর উত্তরপল্লী ব্যবসায়ী বৃন্দের পূজো। এবার মন্ডপ গড়ে তোলা হযেছে জয়রামবাটির মাতৃ মন্দিরের আদলে।
BY Bankura 24x716 Oct 2018 6:35 PM GMT

X
Bankura 24x716 Oct 2018 6:35 PM GMT
#বাঁকুড়া২৪X৭পূজো পরিক্রমা -২০১৮ :- কোতুলপুর উত্তর পল্লী ব্যবসায়ী বৃন্দের পূজো : শহর বাঁকুড়ার মতোই বড়ো বাজেটের পূজোর আয়োজন করেছে এই পুজোর উদ্যোক্তারা।
এবারে এখানে জয়রামবাটির মাতৃ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে বিশাল মন্ডপ।
মায়ের বাড়ীর পরিবেশ পুরো মন্ডপ ঘিরে। অসাধারণ মন্ডপের অন্দর সজ্জাও।
দেবী প্রতিমার গঠনশৈলীতেও রয়েছে বৈচিত্র্যর ছাপ। ওরিয়েন্ট আদলে তৈরী হয়েছে প্রতিমা।
এবছর ২৯ তম বর্ষের পূজো মন্ডপ নজর কেড়েছে সবার।উপচে পড়ছে ভীড়ও।
#দেখুন ভিডিও।
[embed]
Next Story