ব্রেকিং নিউজ

#পূজো পরিক্রমা :মধ্য কেন্দুয়াডিহি সার্বজনীন / উটের পিঠে চড়ে দেবী দর্শন! উপচে পড়ছে ভীড়।

#পূজো পরিক্রমা :মধ্য কেন্দুয়াডিহি সার্বজনীন / উটের পিঠে চড়ে দেবী দর্শন!  উপচে পড়ছে ভীড়।
X

#বাঁকুড়া২৪X৭পূজো পরিক্রমা-২০১৮ :-

মধ্য কেন্দুয়াডিহি সার্বজনীন : প্রতি বছরই অভিনব পূজে মন্ডপ শহরবাসী কে উপহার দিয়ে আসছে মধ্য কেন্দুয়াডিহি সার্বজনীন।

এই বছর তাদের ৮৬ তম বর্ষে কেন্দুয়াডিহি হাই স্কুল মাঠে উঠে এসেছে এক টুকরে রাজস্থান!

মরভূমির বালু তটে জীবন্ত উটের আনাগোনা আরও আকর্ষণীয় করে তুলেছে পুজো মন্ডপ।

রাজস্থানের আমরাই ফোর্ডের

অনুকরনে বিশালাকার কেল্লা গড়ে তোলা হয়েছে।

মন্ডপের অন্দর সজ্জা থেকে প্রতিমা, এমনকি পুরো মন্ডপ লাগোয়া মাঠ জুড়ে রাজস্থানী ঘরানার ছাপ, নজর কেড়ছে দর্শনার্থীদের।

পাশাপাশি, বাড়তি পাওনা, বাঁকুড়ার লালমাটিতেই জীবন্ত উটের পিঠে চড়ে মরভুমিতে ঘোরার অনিভূতি লাভ! কচিকাঁচারা তো এই উটেদের পিঠে চড়ে কেল্লায়- "কেল্লা ফতে"- করে ছাড়ছে! আর সেই টানেই মন্ডপে উপচে পড়ছে ভীড়।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story