ব্রেকিং নিউজ

আপদকালীন রক্ত যোগাবে রক্ত বন্ধু। জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে, বাঁকুড়াবাসীদের জন্য নুতন অ্যাপস উপহার জেলা প্রসাশনের।

আপদকালীন রক্ত যোগাবে রক্ত বন্ধু। জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে, বাঁকুড়াবাসীদের জন্য নুতন অ্যাপস উপহার জেলা প্রসাশনের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে জেলা প্রশাসন বাঁকুড়াবাসীদের আপদকালীন রক্তের চাহিদা মেটানোর জন্য, একটি অ্যাপস উপহার দিলেন।

"বাঁকুড়া রক্তবন্ধু"- নামে এই অ্যাপসটির আজ অনুষ্ঠানিক উদ্বোধন হল।

এই অ্যাপসটি ডাউন লোড করলেই নিজের চাহিদা মতো গ্রুপের রক্ত দাতার খোঁজ মিলবে এক নিমেষে।

এমনকি, নিজের ব্লক ভিত্তিক রক্ত দাতাও খুঁজে নিতে পারবেন আপদকালীন রক্তের প্রয়োজনে।

আ্যাপস ডাউন লোড করে স্বেচ্ছায় রক্ত দাতারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নিজের ছবি সহ যাবতীয় তথ্য দিয়ে। ওটিপি নিয়ে নিজের অ্যাকাউন্টও বানাতে হবে। থাকবে নিজের পাসওয়ার্ড ব্যবহারেরও সুবিধে। কারও রক্তের প্রয়োজনে রিকোয়েস্ট অপশন ক্লিক করে রক্তে দানের জন্য অনুরোধও জানাতে পারবেন। আবার সার্চ অপশনে গিয়ে ডোনার খোঁজারও সুবিধা থাকছে।

এই অ্যাপসে রক্তের গ্রুপ ভিত্তিক রোগীর কাছাকাছি বাড়ী এমন রক্তদাতাদের নাম সহজেই মিলবে। তবে রক্ত পেতে হলে গ্রহীতাকেও নাম নথিভুক্ত করতে হবে। এরপর রক্তের চাহিদা মতো দাতার মোবাইলেও স্বয়ংক্রিয় ভাবে এস এম এস যাবে। সেই মতো যোগাযোগ করে রক্ত পেয়ে যাবেন সহজেই। ফলে রক্ত নিয়ে কালো বাজারী, বা দালাল চক্রকে ঠেকাতে এই অ্যপস কাজে লাগবে বলে দাবীও করা হচ্ছে প্রশাসনের তরফে।

কার্যত, দাতা ও গ্রহীতার মধ্যে সেতু বন্ধন করতেই এই অ্যাপস বানানো হয়েছে।

আজ, এই অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধনে জেলা শাসক উমাশঙ্কর এস,পুলিশ সুপার কোটেশ্বররাও, এন সহ অন্যান্য জেলা আধিকারিকরা উপস্থিত ছিলেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story