জঙ্গলমহল খাতড়া

সিমলাপালে মাফিয়াদের দাপট! রাতের অন্ধকারে পাচার হচ্ছে বালি।

সিমলাপালে  মাফিয়াদের দাপট! রাতের অন্ধকারে পাচার হচ্ছে বালি।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রশাসনিক নিষেধাজ্ঞা কে বুড়ে আঙ্গুল দেখিয়ে, রাতের অন্ধকারে রমরমিয়ে চলছে বালি পাচার।

জেলার সিমলাপাল ব্লকের শিলাবতী নদী ঘাট থেকে রাত দশটা বাজলেই শুরু হয়ে যাচ্ছে বালি পাচারের ধুম।ট্রাক্টর করে এই বালি পাচার চলছে ভোর রাত পর্যন্ত।

দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটলেও স্থানীয়দের দাবী,কোনো হেলদোল নেই প্রশাসনের! অভিযোগ,বালি মাফিয়াদের সাথে, ভূমি দপ্তরের কতিপয় আধিকারিকের আঁতাতেই এই বালি পাচার চালাচ্ছেন মাফিয়ারা!

প্রসঙ্গত, জেলা প্রশাসনের নির্দেশে গত ১৭ জুন থকে বর্ষাজনিত কারণে নদীর বালি তোলা বন্ধ থাকার কথা।

কিন্তু সিমলাপালের শীলাবতী নদী ঘাটে আমাদের ক্যামেরায় ধরা পড়ল অন্য চিত্র।ট্রাক্টর বোঝাই বালি দিব্যি পাচার হচ্ছে। চালক কে চেপে ধরতেই সব তথ্য ফাঁস করে দিলেন তিনিই। মালিকের সাথে আঁতাত থাকায় প্রশাসনিক কর্তা,বা পুলিশ কেওই যে বালি পাচারে বাধা দেয় না, তার ইঙ্গিতও মিলল চালকের কথায়। আর রাতের অন্ধকারেই যে এই বালি পাচার হয়ে থাকে তা অকপটে স্বীকারও করে ফেললেন এই ট্রাক্টর চালক।

অতএব,সিমলাপাল জুড়ে যে বালি পাচার চলছে তা প্রমানিত, অবৈধ পাচারে মোটা টাকা রাজস্ব হারাচ্ছে এটাও সত্য। তাহলে,প্রশাসন কী করছেন? স্থানীয়দের অভিযোগ, বারে,বারে স্থানীয় প্রশাসনের নজরে বিষয়টি আনলেও বালি পাচার বন্ধ হয়নি।

ট্রাক্টর চালকের বক্তব্য শুনতে ভিডিওটি ক্লিক করুন।[playlist type="video" ids="591"]

Next Story