ফণির আগমনের আগেই জেলায় কালবৈশাখীর দাপট! #দেখুন 🎦 ভিডিও।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,বাঁকুড়া ) : ঘুর্ণিঝড় ফনির আগমনের আগেই মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত জেলা জুড়ে চলল কালবৈশাখীর দাপট । ঝড় বৃষ্টির জেরে নাজেহাল হল আম জনতা। জেলার বিভিন্ন এলাকায় গাছ ভেঙ্গে পড়ারও খবর মিলেছে। তালডাংরার দালানগোড়া জঙ্গলের কাছে গাছ ভেঙ্গে পড়ায় বাঁকুড়া-ঝাড়গ্রাম রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। প্রসঙ্গত, আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ৫ মে কলকাতার ওপরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফনি।এমনকি ৫ মে ঘূর্ণিঝড়টির দক্ষিণবঙ্গে ঢোকারও সম্ভাবনা রয়েছে। জানা গেছে, পারাদ্বীপ থেকে বাংলায় ঢুকছে ঘূর্ণিঝড় ফনি। তার প্রভাবে দীঘা উপকুলে প্রবল ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
#দেখুন 🎦 ভিডিও।[embed]