শহরের কেন্দুয়াডিহিতে আত্মঘাতী অষ্টম শ্রেনীর এক ছাত্রী, এলাকায় চাঞ্চল্য।
#বাঁকুড়২৪X৭প্রতিবেদন : শহরের কেন্দুয়াডিহির প্রণবানন্দ পল্লীতে এক অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আজ বেলার দিকে স্নান করতে গিয়ে বাথরুমের কাপড় রাখার হ্যাঙ্গারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে অষ্টম শ্রেণীর এক পড়ুয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কিশোরীর নাম রূপর্ণা দে (১৩)।সে বাঁকুড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের (বড়ো কালীতলা) অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
রূপর্ণার বাবা ফলের ব্যবসায়ী। তিনি কাজে গিয়েছিলেন। মা গিয়েছিলেন বাজারে। একলা বাড়ীতে ছিল সে। মা বাজার থেকে ফিরে এসে, ডাকাডাকি করে খোঁজ পান নি।
তখন, নজরে পড়ে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো। সাড়া শব্দ না পেয়ে পাড়া প্রতিবেশীদের ডাকলে, তারা বাথরুম থেকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাকে।
সেখানে,চিকিৎসকরা রূপর্ণাকে মৃত বলে ঘোষনা করেন।
সবসময় হাসি,খুশীতে থাকা এক রত্তি মেয়েটি কেন এমন কান্ড ঘটালো তা পরিবার থেকে পড়শী কেও বুঝে উঠতে পারছেন না!
এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।