জঙ্গলমহল খাতড়া

এবার, তাল ফুলরিরও জি আই ট্যাগের দাবী উঠল সিমলাপাল তাল উৎসবে।

এবার, তাল ফুলরিরও জি আই ট্যাগের দাবী উঠল সিমলাপাল তাল উৎসবে।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: তালের হরেক পদ নিয়ে তাল ঠোকাঠুকি! পোষাকী নাম তাল উৎসব। সিমলাপালে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই প্রথম তাল উৎসবের আয়োজন করা হল।সাড়াও মিলল ব্যাপক।তাল উৎসবের ছন্দে তাল মেলাতে সিমলাপাল স্কুল মোড়ে ভীড় জমিয়ে ছিলেন তাল প্রেমীরা।

স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তালের হরেক পদের পসরা নিয়ে হাজির হয়ে ছিলেন। সব তালের নানা পিঠে নিমেষে বিকিয়ে গিয়েছে এদিন।

তালের চিরাচরিত ফুলুরি তো ছিলই,আরও ছিল তালের পাতুরি,তালের নানান পিঠে থেকে শুরু করে তালের নানা নেনতা আইটেমও।

উৎকল সমাজে তালের কদর অপরিসীম। তালের যত নজর কাড়া পদ রয়েছে তা একান্ত ভাবেই এই সমাজের নিজস্ব সৃষ্টি। তাই এবার তালের ফুলুরি থেকে নানান পিঠের জি,আই ট্যাগের জন্য আবেদন করবে সিমলাপালের উৎকল সমাজ। এমনটাই জানালেন তাল উৎসবের আয়োজক সংস্থার পক্ষে অনুপ পাত্র।

তাল উৎসব দেখতে ও অনুপ পাত্রের বক্তব্য শুনতে ভিডিওটি ক্লিক করুন। [playlist type="video" ids="610"]

Next Story