শহর বাঁকুড়া

"দাদু স্যার"- বাসুদেব বাবুর টানেই স্কুলে আসে কচিকাঁচারা,অবসরের ২০ বছর পরও স্কুলে পড়ান তিনি।

দাদু স্যার- বাসুদেব বাবুর টানেই স্কুলে আসে কচিকাঁচারা,অবসরের ২০ বছর পরও স্কুলে পড়ান তিনি।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ইনিও শিক্ষক। তবে অবশ্যই ব্যতিক্রমী! অবসরের ২০ বছর পরও নিয়ম করে পড়াতে স্কুলে আসেন। জগদ্দলা প্রাথমিক বিদ্যালয়ে ইনি হলেন পড়ুয়াদের স্যার দাদু! তবে এই স্যারের কাছেই পড়ার টানে রোজ স্কুলে আসে কচিকাঁচারা।

এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ২৩০ জন।৫ জন শিক্ষক, শিক্ষিকা থাকলেও এক শিক্ষিকা মাতৃত্ব কালীন ছুটিতে আছেন। তাই অবসর প্রাপ্ত শিক্ষক বাসুদেব বাবু বিনা পারিশ্রমিকে পড়ানোর কাজ চালানোয় স্কুলেরও খানিকটা সুবিধা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক স্বরূপ গরাই।

বাসুদেব বাবুও খুশী এই কাজে।তিনি বলেন ১৯৯৭ সালে অবসরের পরথেকে আজ অবধি টানা স্কুলে আসছেন। ছেলেদের আদর্শ ভাবে গড়ে তুলতেই তার এই প্রয়াস।বাড়ীতে নিত্য কালী পূজে করেন এই ধর্মপ্রাণ শিক্ষক তার মতে মায়ের, কৃপাতেই এখনও মানুষ গড়ার কারিগরের কাজ চালিয়ে আসছেন। তার কাছে এই স্কুলও মন্দিরের মতো। আজ শিক্ষক দিবসে এই শিক্ষক কে বাঁকুড়া২৪X৭ এর কুর্ণিশ।

#ভিডিও দেখতে নীচে ক্লিক করুন।[playlist type="video" ids="644"]

Next Story