জঙ্গল মহলে তৃণমুল নেতার ঘাড়ে ভোজালির কোপ,অল্পের জন্য প্রাণ রক্ষা,অভিযোগের তীর বিজেপির দিকে।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: জঙ্গল মহলে ফের 'রাজনৈতিক হামলা'-র ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল।
রাইপুর ব্লকের ঢেকো অঞ্চলের তৃণমূল নেতা, চন্দন দন্ডপাঠের ঘাড়ে ভোজালির কোপ মেরে তাকে, প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায় ৯ জনের দূষ্কৃতির দল। দুটি মোটর বাইকে করে এসে এই আক্রমণ চালায় তারা।চন্দন বাবুর অভিযোগ, এরা সব বিজেপির লোক। পরিকল্পিত ভাবে তাকে প্রাণে মেরে ফেলতেই এই হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। বরাত জোরে প্রাণে বেঁচে যান তিনি। গলার নীচে, ঘাড়ের সংযোগ স্থলে ভোজালির কোপ মারা হয়। ঘটনার পর রায়পুর গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
প্রসঙ্গত,এবার ঢেকো অঞ্চল বিজেপির দখলে যাওয়ায় এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভীত খানিকটা নড়বড়ে হয়ে যায়! যার ফলেই, সহজে তৃণমূলের এই নেতার ওপর হামলার ঘটনা, ঘটাতে পারল দুষ্কৃতিরা বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে।
এদিকে,তৃণমূল কংগ্রেস, এই হামলার জন্য, বিজেপির ওপর অভিযোগের আঙ্গুল তুললেও, বিজেপি নেতৃত্ব এই অভিযোগ, ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে, এই হামলা তৃণমুলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলে পাল্টা দাবী করেছে।
ঘটনার পর ঢেকো অঞ্চলে ফের নুতন করে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।এলাকায় চলছে পুলিশী টহলদারী।
আক্রান্ত তৃণমূল নেতার বক্তব্য শুনতে নীচের ভিডিও টি ক্লিক করুন।[video width="592" height="320" mp4="http://bankura24x7.com/wp-content/uploads/2018/09/YouCut_20180904_124143774.mp4"][/video]