বাজার-বানিজ্য

জেলার পর্যটন পরিষেবা উন্নত করতে, প্রশিক্ষণ দিয়ে ৮৬ জন টুরিস্ট রিসোর্স পার্সন তৈরীর কাজে নামল প্রশাসন।

জেলার পর্যটন পরিষেবা উন্নত করতে, প্রশিক্ষণ দিয়ে ৮৬ জন টুরিস্ট রিসোর্স পার্সন তৈরীর কাজে নামল প্রশাসন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পর্যটনের মরসুমের ঠিক আগেই জেলার পর্যটন পরিষেবা উন্নত করতে, ৮৫ জনকে টুরিস্ট রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষিত করছে জেলা প্রশাসন।

সোমবার থেকে ১০'দিনের এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে জেলার ট্রেজারি বিল্ডিং এর রিজিওনাল ট্রেনিং সেন্টারে।

এই শিবিরে টিআরপিদের প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে,দূষন প্রতিরোধ,পাহাড়ে চড়ার কৌশল,পর্যটন কেন্দ্রের ইতিহাস,সেখানকার লোক শিল্প,সংস্কৃতি, জীবন যাত্রার নানা বিষয় নিয়ে পাঠ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে নিজের এলাকায় গিয়ে, পর্যটকদের গাইড হিসেবে কাজ করবেন তারা।

তবে, এই কাজের জন্য সরকারি ভাবে কোনো ভাতা বা পারিশ্রমিক তারা পাবেন না। পর্যটকের কাছ থেকেই ব্যক্তিগত ভাবে গাইড ফি অাদায় করে রোজগার করতে হবে টিআরপিদের।

জেলার পর্যটন কেন্দ্র গুলিতে এতদিন স্বীকৃত গাইডের অভাব ছিল।এবার, সেই ঘাটতি কাটিয়ে জেলার পর্যটন পরিষেবা আরও চাঙ্গা করতেই এমন উদ্যোগ নিল জেলা প্রশাসন।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story