জঙ্গলমহল খাতড়া

নাকের বদলে নরুণ! আমাদের খবরের জেরে লক্ষীসাগরের পরিযায়ী শ্রমিকদের ত্রিপলের ছাউনি থেকে সরিয়ে রাখা হল পোল্ট্রি ফার্মে!

নাকের বদলে নরুণ! আমাদের খবরের জেরে লক্ষীসাগরের পরিযায়ী শ্রমিকদের ত্রিপলের ছাউনি থেকে সরিয়ে রাখা হল পোল্ট্রি ফার্মে!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া২৪X৭এর খবরের জের।অবশেষে লক্ষীসাগরে ১৭ জন পরিযায়ী শ্রমিককে খোলা মাঠের বাঁশ আর ত্রিপলের তৈরি কোয়ারেন্টাইন সেন্টার থেকে সরাল সিমলাপাল ব্লক প্রশাসন। তবে কোন পাকা বাড়ী নয়। বা স্কুল বাড়ী,কমিউনিটি হল নয়। তাদের আপাতত সরানো হল গ্রামের একটি পোল্ট্রি ফার্মে। এখানেও কিন্তু ঝুঁকি থেকেই যাচ্ছে। তাই আমাদের জেলা প্রশাসনের কাছে অনুরোধ এদের পাকা বাড়ীতে সরানোর ব্যবস্থা করা হোক। আমরা জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ যে তারা খোলা মাঠের ত্রিপলের ছাউনি থেকে শ্রমিকদের সরানোর উদ্যোগ নিয়ে বিপদ খানিকটা হলেও এড়িয়েছেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story