চাষ- আবাদ

জেলার বাজারে তাজা ফলের জোগান দিতে আদমী প্রকল্পেে ১২টি স্বনির্ভর গোষ্ঠী শুরু করল মিশ্র ফল চাষ।

জেলার বাজারে তাজা ফলের জোগান দিতে আদমী প্রকল্পেে ১২টি স্বনির্ভর গোষ্ঠী শুরু করল মিশ্র ফল চাষ।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: বাঁকুড়ার রুক্ষ্ম মাটিতে চেক ড্যামের জলসেচকে কাজে লাগিয়ে এবার, হরেক রকম ফলের চাষ করে, জেলার বাজারে 'তাজা ফলে'র চাহিদা মেটাতে কাজ শুরু করল ১২ টি স্বনির্ভর গোষ্ঠী। জেলার ছাতনা ব্লকের শুশুনিয়ার পাদদেশে, বাগডিহার মেট্যালা মৌজায় প্রায় ৭ হেক্টর পতিত জমিতে মিশ্র ফলের চারা রোপন করা হল হয়েছে ।

বিশ্বব্যাংকের আদমী প্রকল্পের আর্থিক সহায়তায় এই মিশ্র ফলচাষের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত:আম্রপালি আম,বছরে তিনবার ফলন দেবে এমন প্রজাতির কাঁঠাল, আনারস,উন্নত মানের পেয়ারার পাশাপাশি সজনে চারাও রোপন করা হয়েছে। মনে করা হচ্ছে বছর তিন পর থেকেই ফল বেচে লাভ ঘরে ওঠাতে পারবে গোষ্ঠী গুলি।

কৃষি বিশেষজ্ঞ শুভাশীষ বটব্যাল বলেন, রাজ্যে পতিত জমি আর রাখা যাবেনা।পতিত জমি কাজে লাগাতেই, বিশ্বব্যাংকের আদমী প্রকল্পে সেচের পরিসেবা কাজে লাগিয়ে, মিশ্র ফল চাষের এই বাগান গড়ে তোলা হচ্ছে।

অন্যদিকে, চাষ ও জলসেচ বিশেষজ্ঞ ডাঃ সুদীপ ভুঁই বলেন, জল ব্যবহারকারী সমিতি গুলোকে আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলতেই এই মিশ্র ফল চাষের কর্ম সুচী নেওয়া হয়েছে। এই কর্মসূচী সফল হলে জেলার স্থানীয় বজারে তুলনামূলক কম দামে ক্রেতাদের হাতে তাজা ফল তুলে দেওয়া যাবে।

Next Story