মাধ্যমিকের সেরা দশে জেলার দশ কৃতি। এক পলকে দেখে নিন সকল কে।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় এবার মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় প্রথম তিনে জায়গা করে নিতে না পারালেও মেধা তালিকার অষ্টম থেকে দশম স্থানে মোট দশ জন কৃতি ছাত্র,ছাত্রী জায়গা করে নিল। এদের মধ্যে তিন জন ছাত্রী রয়েছে। জেলার পুয়াবাগান বিবেকানন্দ শিক্ষা নিকেতনের তিন জন রয়েছে প্রথম দশে। শহরের মিশন উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী এবং জেলার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র স্থান পেয়েছে প্রথম দশে।বাঁকুড়া জিলা স্কুলের থেকেও রয়েছে দুই কৃতি ছাত্র। এছাড়া আরও এক জন রয়েছে জেলার রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ থেকে।
এক পলকে দেখে নিন জেলার কৃতিদের তালিকা :-
#রাজ্যে স্থান অষ্টম(৬৮৩) : সায়ন্তন দত্ত(বাঁকুড়া জিলা স্কুল)
সুদীপ্তা ধবল (মিশন উচ্চ বালিকা বিদ্যালয়)
অর্কপ্রভ সাহানা (পুয়াবাগান বিবেকানন্দ শিক্ষা নিকেতন)
কৌশিক সাঁতরা (পুয়াবাগান বিবেকানন্দ শিক্ষা নিকেতন)
প্রীতিশ কর্মকার (রামহরিপুর রামকৃষ্ণ মিশন)
#রাজ্যে স্থান নবম (৬৮২)
সৌগত পান্ডা ( বাঁকুড়া জিলা স্কুল)
শুভদীপ কুন্ডু (রামহরিপুর রামকৃষ্ণ মিশন)
#রাজ্যে দশম(৬৮১) :
রিমা চৌধুরী (পুয়াবাগান বিবেকানন্দ শিক্ষা নিকেতন)