Home > জঙ্গলমহল খাতড়া > বারিকুলের "বাঘে"র পায়ের ছাপে শীলমোহর বন দপ্তরের। ছাপ বাঘের স্পষ্ট জানালেন মুখ্য বনপাল (সেন্ট্রাল) রাজীব শর্মা।
বারিকুলের "বাঘে"র পায়ের ছাপে শীলমোহর বন দপ্তরের। ছাপ বাঘের স্পষ্ট জানালেন মুখ্য বনপাল (সেন্ট্রাল) রাজীব শর্মা।
BY Bankura 24x76 Jan 2020 10:13 AM GMT

X
Bankura 24x76 Jan 2020 10:13 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার বারিকুলে বাঘের ছাপে আজ শীলমোহর দিল বন দপ্তর। এদিন, দুপুরে বারিকুলের চাষ জমিতে পায়ের ছাপ যে বাঘেরই তা স্পষ্ট জানিয়েদিলেন মুখ্য বনপাল (সেন্ট্রাল সার্কেল)রাজীব শর্মা। আজ তিনি এখানে বাঘের পায়ের ছাপ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বাঘের গতিবিধির ওপর নজরদারীর জন্য আজই সুন্দরবন থেকে ট্র্যাপ ক্যামেরা আনা হচ্ছে। এবং বেশ কিছু ক্যামেরা বারিকুল,ফুলকুসমা
সাতখুলিয়া,খেজুরখান্না প্রভৃতি এলাকায় বসানো হবে বলে বন দপ্তর সুত্রে জানা গেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story