ব্রেকিং নিউজ

কেন ঘটল বড়জোড়ার খনি ধসের ঘটনা? সম্ভাব্য কারণ হিসেবে কী উঠে এল অর্ন্ততদন্তে? জেনে নিন।

কেন ঘটল বড়জোড়ার খনি ধসের ঘটনা? সম্ভাব্য কারণ হিসেবে কী উঠে এল অর্ন্ততদন্তে?  জেনে নিন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : টাকার লোভে বেপরোয়া খননের ফলেই বড়জোড়ায় খনি ধসে বেঘোরে প্রাণ গেল তিন জনের।নিখোঁজ আরও এক জন।

বন্ধ থাকা কয়লা খনি থেকে কয়লা চুরি করতে গিয়ে বেলাগাম খননের কোপে খনির দেওয়াল ও ছাদের আস্তরণ নড়বড়ে হয়ে গেলেও সেদিকে নজর দেয়নি কালো হীরের কারবারিরা তার ওপর খনিতে কাজ করার প্রথমিক জ্ঞানও নেই তাদের,তাই খনির ওপর নজর ফেলে আগাম বিপদের আঁচও তারা টের পাননি। ফলে,খনি ধসে প্রাণ গেল এক সাথে তিন জনের।

মৃত তিনজনই মালিয়াড়ার বাসিন্দা। মৃতরা হলেন হাবল বাগ্দী(৬০), বিশ্বনাথ বাগ্দী (৪৮) এবং কলি ওরফে কল্পনা বাগ্দী (৫০)। এছাড়া রিঙ্কু বাউরী(২৩) নামে এক মহিলা এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে।তারও বাড়ী মালিয়াড়াতেই।এখনও তার খোঁজে তল্লাসি চলছে। এছাড়াও রঞ্জিত বাগ্দী এবং সুমিত্রা বাগ্দী নামে আহত দুই জনের হাসপাতালে চিকিৎসা চলছে।

এই মর্মান্তিক দূর্ঘটনায় ৩জনের মৃত্যুর ঘটনা ঘটলেও পুলিশ ও প্রশাসনের কোনো প্রতিক্রিয়া মেলেনি।যদিও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী ও রাজ্য পুলিশের নজর দারির অভাব এই খনিতে কয়লা চুরির বাড় বাড়ন্তে ইন্ধন যোগাচ্ছে বলে এলাকাবাসীরা দাবী করছেন।

বিশেষ করে বিনা পুঁজি তে কয়লা চুরি করে খোলা বাজারে,বা কয়লা মাফিয়াদের এজেন্টদের বেচতে পারলে দিন এক থেকে দেড় হাজার রোজগার করা কঠিন কিছু নয়!তাই ষাটোর্ধ বৃদ্ধ থেকে উঠতি যুবক,যুবতি এমনকি বাড়ীর বউরা পর্যন্ত দল বেঁধে কয়লা তুলতে বেরিয়ে পড়ছেনদিনের পর দিন একই জায়গায় খোঁড়াখুঁড়ি করে কয়লা তোলায় সেই জায়গার স্থিতিশীলতা নষ্ট হয়ে যাচ্ছে,কিন্তু সেটা বোঝার ক্ষমতা না থাকায় খননে আর বিরাম দিচ্ছেন না এই কয়লা তস্করের দল।যার জেরেই ঘটে গেল এই মর্মান্তিক দূর্ঘটনা।

এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল। এরপরও কারও টনক নড়ে কিনা? সেটাই এখন দেখার!

#দেখুন 🎦ভিডিও।👇

[embed]

Next Story