ব্রেকিং নিউজ

বড়জোড়ায় সমবায়ে কোটি টাকা তছরুপ, হেপ্তার হলেন সম্পাদক নেপাল ঘড়ুই।

বড়জোড়ায় সমবায়ে কোটি টাকা তছরুপ, হেপ্তার হলেন সম্পাদক নেপাল ঘড়ুই।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বড়জোড়ার ভৈরবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ১ কোটি টাকা তছরুপের ঘটনায় প্রেপ্তার হলেন এই সমবা য়ের সম্পাদক নেপাল ঘড়ুই। আজ তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক নেপাল ঘড়ুইকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, এই সমবায়ের এই ১ কোটি ৩১ লক্ষ ৯৯ হাজার ৫৬৭ টাকা তছরুপের ঘটনায় ৭ জনের নামে এফ আই আর দায়ের করা হয়। জানা গিয়েছে,এই অভিযুক্তরা হলেন,ভৈরবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির চেয়ারম্যান বিদ্যুৎ রাজ,সম্পাদক নেপাল ঘড়ুই,বাঁকুড়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের বড়জোড়া শাখার প্রাক্তন ম্যানেজার কুমারকান্তি বসু, ওই ব্যাঙ্কের প্রাক্তন ফিল্ড সুপারভাইজ়ার দীনবন্ধু মণ্ডল, তালড্যাংরার বাসিন্দা তন্ময় গোস্বামী এবং বড়জোড়ার জপমালি গ্রামের দুই বাসিন্দা সৌরভ কেশ ও বুদ্ধদেব রায়।

আজ পুলিশ এদের মধ্যে সসম্পাদক নেপাল ঘড়ুই কে গ্রেপ্তার করেছে। বাকীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গত সোমবার এই তছরুপের ঘটনায় তদন্ত করে থানায় ৭ জনের নামে অভিযোগ দায়ের করে জেলার সমবায় নিবন্ধন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার পিয়ালী সাহা।

এই সমবায়ের দূর্নীতি নিয়ে আন্দোলনে নামে স্থানীয় সিপিএম। দলের বিধায়ক সুজিত চক্রবর্তী এই ঘটনা তুলে ধরেন বিধানসভায়। তার পরই জেলা প্রশাসনের টনক নড়ে। তড়িঘড়ি তদন্তে গতি আনে সংশ্লিষ্ট দপ্তর। পুলিশে অভিযোগ দায়ের হতেই তৎপরতা দেখায় পুলিশও। যার ফলে গেপ্তার করা হয় সমবায়ের সম্পাদককে।

Next Story