Home > ব্রেকিং নিউজ > বড়জোড়ায় যাত্রী বোঝাই মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্তত ৩৫ জন। আহতদের মধ্যে ২১ জনকে পাঠানো হল বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে।
বড়জোড়ায় যাত্রী বোঝাই মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্তত ৩৫ জন। আহতদের মধ্যে ২১ জনকে পাঠানো হল বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে।
BY Bankura 24x723 Oct 2018 10:10 PM IST

X
Bankura 24x723 Oct 2018 10:10 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : যাত্রীবাহী মিনি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্তত ৩৫ জন। আজ সন্ধ্যে নাগাদ বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার বড়জোড়া-দূর্লভপুর রাস্তায় বাগুলি গ্রামের কাছে এই দূর্ঘটনা ঘটে। জানাগেছে, মিনিবাসটি রানীগঞ্জ থেকে দূর্গাপুর যাচ্ছিল। বাগুলির কাছে রাস্তায় বাঁকে উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে ২১ জনের আঘাত গুরুতর হওয়ায়, তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।
আহতদের মধ্যে দূর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটির চালক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। দুই চালকেরই আঘাত গুরুতর। বড়জোড়া থানার পুলিশ লরি ও মিনিবাস দুটিকে আটক করেছে।
#দেখুন ভিডিও।
[embed]
Next Story