ই-ফার্মেসী খসড়া বিলের প্রতিবাদে সারা রাজ্যের সাথে বাঁকুড়াতেও ধিক্কার দিবস পালন করলেন বিসিডিএ'র সদস্য ওষুধ ব্যবসায়ীরা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের ই-ফার্মেসীর খসড়া বিলের প্রতিবাদে আজ ধিক্কার মিছিলে সামিল হলেন জেলার বিসিডিএ – এর ছাতার তলায় থাকা ওষুধ ব্যবসায়ীরা।
এদিন কালো ব্যাচ পরে ধিক্কার মিছিল সামিল হন ওষুধ ব্যবসায়ীরা।
শহর পরিক্রমার পর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশনও দেন তারা। জেলাশাসকের অনুপস্থিতিতে জেলাশাসকের আপ্ত সহায়ক স্মারকলিপি নেন।
সংগঠনের রাজ্য প্রশাসনিক সম্পাদক সজল গঙ্গোপাধ্যায়।
সংগঠনের জেলা সভাপতি দিলীপ আগরওয়াল সহ অন্যান্য কর্মকর্তারাও এদিনের ধিক্কার কর্মসুচীতে অংশ নেন। যদিও আগে আজ সারাদেশের সাথে এরাজ্যের জেলায়, জেলায় ওষুধ দোকানে বনধের কর্মসূচি ছিল।
কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে বনধের বদলে আজ পথে নেমে ধিক্কার দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়।
কেন্দ্রীয় সরকার দেশে এই ই-ফার্মেসী চালু করলে, দেশ ও এ রাজ্যের ছোটো ওষুধ ব্যবসায়ী ও খুচরো ব্যবসায়ীরা তাদের রুজি, রুটির সঙ্কটে পড়বেন? মুলত এই আশঙ্কা থেকেই দেশ জুড়ে ওষুধ ব্যবসায়ীরা ই ফার্মেসী বিল প্রত্যাহারের দাবীতে সরব হয়েছেন। একই ভাবে জেলাতেও জোট বদ্ধ হয়েছেন সিংহভাগ ব্যবসায়ী।
এখন দেখার এই আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত কোন পথে হাঁটেন?
#দেখুন ভিডিও।[embed]