জঙ্গলমহল খাতড়া

লকডাউনে মারণ ক্যান্সারের সাথে সারেঙ্গার বিকাশ লড়ছেন বাঁচার লড়াই, এই লড়াইয়ে শরিক হন আপনিও। বাড়িয়ে দিন সাহায্যের হাত।

লকডাউনে মারণ ক্যান্সারের সাথে  সারেঙ্গার বিকাশ লড়ছেন বাঁচার লড়াই, এই লড়াইয়ে শরিক হন আপনিও। বাড়িয়ে দিন সাহায্যের হাত।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (সঞ্জয় ঘটক,সারেঙ্গা) : শরীরে মারণ ক্যান্সারের থাবা,তার ওপর লকডাউনের মার। এই কঠিন পরিস্থিতিতে বিধবা মা, স্ত্রী ও দুই ছোট,ছোট ছেলেকে নিয়ে একাই চালিয়ে যাচ্ছেন বাঁচার লড়াই। আজ সেই কাহিনীই তুলে ধরছি এই প্রতিবেদনে। পাশাপাশি,এই লড়াকু যুবকের বাঁচার লড়াইয়ের শরিক হতে আনুরোধ রইল সবার কাছে।

এক তরতাজা যুবকের এমন পরিস্থিতি সত্যিই বেদনা দায়ক। জেলার জঙ্গল মহলের সারেঙ্গা ব্লকের শালুকা গ্রামের বিকাশ দুলে, বছর খানেক আগেও সুস্থ সবল ছিলেন। একটি ট্রেলারে দর্জির কাজ করে দিব্যি সংসার চালাতেন। মা,স্ত্রী দুই পুত্র কে নিয়ে সুখে স্বচ্ছন্দেই দিন কাটছিল। কিন্তু ১২ মাসের ব্যবধানেই অনেক কিছু বদলে গেল! ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দর্জির কাজ করার ক্ষমতাও হারালেন তিনি। ফলে রোজগারও গেল। যেটুকু পৈত্রিক জমিজমা ছিল,তাও চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে বিক্রি করতে হয়েছে। নেই স্বাস্থ্য সাথী কার্ড বা অন্যকোনো সরকারি সহায়তা। পাড়া প্রতিবেশীরা কিছু সাহায্যের হাত বাড়ালেও তাতে সব সমস্যা সামাল দেওয়া যায় নি। এই অবস্থায় চিকিৎসা তো দুরঅস্ত! দুই ছেলে,স্ত্রী ও বিধবা মাকে নিয়ে প্রতি দিনের খাবার জোগাড় করাই দুষ্কর হয়ে পড়েছে পুরো পরিবারের। বিকাশ বাবুর স্ত্রী জানাচ্ছেন ইতি মধ্যেই ত্রিশটি রে এবং তিনবার কেমো দেওয়া হয়েছে। তবুও ক্যান্সারের দাপট কমেনি। দিন,দিন এই তর তাজা যুবকের শরীর ভাঙ্গছে।

এই অবস্থায় সরকারী,বেসরকারী প্রতিষ্ঠান বা সহৃদয় কোনো ব্যক্তি তাদের বাঁচার লড়াইয়ের শরিক হলে তারা বাঁচার রসদ পাবেন। তাই সবার কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি

আমরাও,জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,বিভিন্ন সরকারী ও স্বেচ্ছাসেবী সংস্থা ও আমাদের দর্শক বৃন্দ এবং রাজনৈতিক দল, জন প্রতিনিধি সবার কাছে এই পরিবারটির বাঁচার লড়াইয়ের শরিক হতে করজোড়ে আবেদন করছি। আমাদের আশা আগের মতো এবারও আমরা সফল হব।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story