বাজার-বানিজ্য

বাঁকুড়ার শুভেন্দুর বানানো মাল্টি ফুয়েল বাইক রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম।

বাঁকুড়ার শুভেন্দুর বানানো মাল্টি ফুয়েল বাইক রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আভিনব মাল্টি ফুয়েল মোটর বাইক বানিয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন বাঁকুড়ার কেঞ্জাকুড়ার বাসিন্দা শুভেন্দু কুচল্যান।কলকাতার টালিগঞ্জে আই,টি,আই প্রাঙ্গণে অনুষ্ঠিত রাজ্যের টেকনোলজি এডুকেশন দপ্তরের উদ্যোগে রাজ্যের সব ক'টি আই,টি,আই কলেজের ছাত্রদের নিয়ে উৎকর্ষ বাংলার ব্যানারে এই মডেল প্রতিযোগিতায় বেস্ট টেকনোলজির শিরোপা মেলে এই আভিনব মাল্টি ফুয়েল মোটর বাইকের।প্রায় তিন বছরের লাগাতর পরিশ্রমে, এই বাইক বানিয়েছে শুভেন্দু।

বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় বাবার সাইকেল সারাইয়ের দোকানে বসে ছোটো থেকেই কারিগরি দিকে মন টানত শুভেন্দুর।খেলার ছলে বানিয়ে ফেলত এটা,ওটা।বড় হয়েও সেই আভ্যাস কিন্তু ছাড়তে পারেনি সে। বাঁকুড়া খ্রিস্টান কলেজের কলা বিদ্যায় স্নাতক ডিগ্রীর পর নুতন কিছু করার ঝোঁক চাপে তার মাথায়।এর পরই শুরু হয় এই বাইক বানানোর কাজ।বাড়ীতে বসেই সাইকেলের সাথে মোটর ইঞ্জিন জুড়ে বানিয়ে ফেলে এই বাইক।কেরোসিন, পেট্রল,এবং ডিজেল যে কোনো একটা জ্বালানি তেলে যেমন চালানো যাবে, তেমনি আবার এক সাথে মিশিয়েও চালানো যায় এই বাইক।ঘন্টায় ৮৫ কিমি মাইলেজ মিলবে এই বাইকে। কেরোসিনে চালালে কিমি প্রতি খরচা মাত্র ৫০ পয়সা। পেট্রল বা ডিজেলে একটু বেশী পড়বে। গতিবেগও ঘন্টায় প্রায় ৭০ কিমি।

এই আভিনব বাইক বানাতে সব মিলিয়ে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। এই বাইক বানানোর পর পুরুলিয়ার সরকারী আই,টি,আই কলেজ তাকে পড়ার সুযোগ করে দেয়।এই কলেজের প্রতিনিধি হিসেবেই প্রতিযোগিতায় আংশ নেয় শুভেন্দু।এরপর তার বানানো এই বাইক দিল্লীর জাতীয় স্তরের প্রতিযোগিতায় আংশগ্রহনের আমন্ত্রন পেয়েছে।। রাজ্যের কারিগরী মন্ত্রী পূর্ণেন্দু বসু , এই বাইক বানিজ্যিক ভাবে উৎপাদনের বিষয়ে সহায়তার আশ্বাসও দিয়েছেন বলে জানান শুভেন্দু। তার এখন স্বপ্ন, কবে এই বাইক বানিজ্যিক ভাবে উৎপাদন শুরু করে মানুষের পরিষেবায় লাগানো যায়। সেই দিকেই তাকিয়ে আছে শুভেন্দু।

#দেখুন 🎦ভিডিও👇[embed] href="https://www.bankura24x7.com/bike-with-multi-fuel-operationoperating-innovation-by-subhendu-kuchlan-got-first-position-in-state/img-20190303-wa0006/" rel="attachment wp-att-3788">

Next Story