Home > ব্রেকিং নিউজ > প্রয়াত প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের শোক মিছিলে বাঁকুড়া শহরে হাঁটলেন বাম চেয়ারম্যান বিমান বসু।
প্রয়াত প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের শোক মিছিলে বাঁকুড়া শহরে হাঁটলেন বাম চেয়ারম্যান বিমান বসু।
BY Bankura 24x724 Dec 2018 10:16 PM IST

X
Bankura 24x724 Dec 2018 10:16 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রয়াত প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের প্রতি শোক জ্ঞাপনে জেলা সিপিএম আজ শোক মিছিলের আয়োজন করে। শহরের বঙ্গ বিদ্যালয় মাঠ থেকে এই মিছিল শুরু হয়। মিছিলের পুরোভাগে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু।তার সাথে শোক মিছিলে পা মেলান দলের কর্মী, সমর্থক ও নেতৃবর্গ।মিছিলে অংশ নেন সিপিএমের জেলা সম্পাদক অজিত পতিও।প্রসঙ্গত,দীর্ঘ রোগ ভোগের পর সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে আজ ভোরে মারা যান নিরুপম সেন।
#দেখুন ভিডিও।[embed]
Next Story