Home > জঙ্গলমহল খাতড়া > জঙ্গল মহলের রাইপুরে বীরসা মুন্ডার ১৪৪ তম জয়ন্তী উদযাপন, উন্মোচন করা হলো বীরসার মর্মর মূর্তি।
জঙ্গল মহলের রাইপুরে বীরসা মুন্ডার ১৪৪ তম জয়ন্তী উদযাপন, উন্মোচন করা হলো বীরসার মর্মর মূর্তি।
BY Bankura 24x715 Nov 2018 8:19 PM IST

X
Bankura 24x715 Nov 2018 8:19 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অরণ্য বীর, স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার ১৪৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজ রাইপুরের বীরসা মুন্ডা মেমোরিয়াল কলেজে এক বিশাল মাপের বীরসা মুন্ডার মর্মর মুর্তির আবোরন উন্মোচন অনুষ্ঠানের পাশাপাশি মহা সমারোহে পালিত হল জন্ম জয়ন্তীও।
ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
এদিনের অনুষ্ঠানে বাঁকুড়া জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, প্রাক্তন সভাধিপতি অরূপ চক্রবর্তী, রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা মাহাত, রাইপুরের বিডিও সঞ্জীব দাস,কলেজ পরিচালন সমিতির সভাপতি জগবন্ধু মাহাত, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম,ডি,জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জঙ্গল মহল আজ বীর পুত্র বীরসার জন্মদিন স্মরণ অনুষ্ঠানে শ্রদ্ধাও জানালেন এদিন।
Next Story