বাজার-বানিজ্য

চালু হল মন্দির নগরী বিষ্ণুপুর ভ্রমণের সহায়ক ওয়েবসাইট। মহালয়ার দিন পোড়া মাটির হাট বসছে জোড়া মন্দির প্রাঙ্গণে।

চালু হল মন্দির নগরী বিষ্ণুপুর ভ্রমণের সহায়ক ওয়েবসাইট। মহালয়ার দিন  পোড়া মাটির হাট বসছে জোড়া মন্দির প্রাঙ্গণে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার বিশ্বের দরবারে মন্দির নগরী বিষ্ণুপুরের নিজের ব্যাপ্তির প্রসার ঘটাতে পা রাখল ওয়েব দুনিয়ায়। বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে চালু হল বিষ্ণুপুর টুরিজম ডট কম নামে একটি ওয়েব সাইট।

এর ফলে এক ক্লিকেই বিশ্বের যে কোনো প্রান্তের ভ্রমণ প্রেমী মানুষ নিমেষে বিষ্ণুপুরের সাত-সতেরো জেনে নিতে পারবেন।

এছাড়া বিষ্ণুপুরের পোড়া মাটির শিল্পের বিপণনে মহালয়ার দিন ছিন্নমস্তা মন্দিরের কাছে জোড়া মন্দির প্রাঙ্গণে বসছে পোড়া মাটির হাট। এই হাটে বিষ্ণুপুরের পোড়া মাটির শিল্পীরা তাদের উৎপাদিত শিল্প সামগ্রীর পসরা সাজিয়ে বসবেন। থাকছে, বালুচরী শাড়ী,বিষ্ণুপুরী লণ্ঠন,ডোকরার, পট চিত্র,দশাবতার তাসের দোকানও।

বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মন্ডল বলেন মূলত পোড়া মাটির শিল্পীদের শিল্প সামগ্রী বেচার কাজে সহযোগিতা করতেই এই পোড়া মাটির হাটের আয়োজন করা হচ্ছে। তবে পোড়া মাটির জিনিসের পাশাপাশি ডোকরা,কাঁসা,পিতলের জিনিস,বিষ্ণুপুরী লণ্ঠন,এবং বালুচরীও বিক্রি হবে হাটে। আর থাকবে রসনা তৃপ্তিরও নানা বাহারী আহারও। তিনি সকল কে এই হাটে আসার জন্য সাদর আমন্ত্রণও জানিয়েছেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story