বাজার-বানিজ্য

এবার বিষ্ণুপুর মেলা প্রাঙ্গনের পরিধি বাড়ছে। যুক্ত হচ্ছে ছিন্নমস্তা মন্দির সংলগ্ন জোড়া মন্দিরের মাঠও। মেলা চলবে ২৩-২৭ ডিসেম্বর।

এবার বিষ্ণুপুর মেলা প্রাঙ্গনের পরিধি বাড়ছে। যুক্ত হচ্ছে ছিন্নমস্তা মন্দির সংলগ্ন জোড়া মন্দিরের মাঠও। মেলা চলবে ২৩-২৭ ডিসেম্বর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ থেকে বিষ্ণুপুর মেলার প্রস্তুতির কাজ কার্যত শুরু হয়ে গেল।

এদিন প্রসাশনিক কর্তা ও জনপ্রতিনিধিরা মেলার স্থান পরিদর্শন করলেন। এবার মেলার পরিসর খানিকটা বাড়াছে।

বিষ্ণুপুর হাই স্কুল মাঠের পাশাপাশি মেলা বসবে মা ছিন্নমস্তা মন্দির সংলগ্ন জোড়া মন্দির প্রাঙ্গনেও ।

অর্থাৎ এখন প্রতি শনিবার যেখানে পোড়া মাটির হাট বসে সেই জায়গাও এবার মেলার সাথে সংযুক্ত থাকছে।

আজ, রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য, এসডিও মানস মন্ডল প্রমুখ মেলার স্থান পরিদর্শনে গিয়ে, সরেজমিনে সব দিক খতিয়ে দেখেন।

প্রতি বছরের মতো এবছরও একই সময়সূচী মেনে মেলার শুভ উদ্বোধন হবে ২৩ শে ডিসেম্বর আর মেলা চলবে ২৭শে ডিসেম্বর পর্যন্ত।

Next Story