নজরে ভোট

জয়রামবাটিতে মাতৃ মন্দিরে প্রণাম করে ভোটের প্রচার শুরু শ্যামলের।

জয়রামবাটিতে মাতৃ মন্দিরে প্রণাম করে  ভোটের প্রচার শুরু শ্যামলের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জয়রামবাটী মাতৃমন্দির ও সিংহ বাহিনী মন্দিরে পূজা দিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক শ‍্যামল সাঁতরা।আজ দলীয় কর্মী,সমর্থক ও অনুগামীদের সাথে নিয়ে শ্রী মায়ের মন্দিরে প্রার্থনার পর স্থানীয় এলাকায় প্রচার শুরু করেন শ্যামল সাঁতার।প্রসঙ্গত,এই আসনে প্রধান প্রতিপক্ষ বিজেপি এখনো প্রার্থী ঘোষনা করে উঠতে পারেনি।বামেরা গত কাল প্রার্থী হিসেবে সুনীল খাঁয়ের নাম ঘোষনা করলেও বামেরা এখনও প্রচারে ঝড় তুলতে পারেনি।বিজেপি তৃণমূল ত্যাগী বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ কে প্রার্থী করবে বলে ঠিক করলেও তা অফিসিয়ালি ঘোষনা না করায় প্রথম ধাপে খানিকটা এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।

#দেখুন 🎦ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/bishnupur-tmc-candidates-vote-campaign/img-20190222-wa0013-2/" rel="attachment wp-att-3983">

Next Story