শহর বাঁকুড়া

বিষ্ণুপুরে পর্যটন উৎসবে ব্যাপক সাড়া, জেলায় টুরিস্ট সার্কিট গড়ে পর্যটন বিপননে জোর, জানালেন : পর্যটন মন্ত্রী গৌতম দেব।

বিষ্ণুপুরে পর্যটন উৎসবে ব্যাপক সাড়া, জেলায় টুরিস্ট সার্কিট গড়ে পর্যটন বিপননে জোর, জানালেন : পর্যটন মন্ত্রী গৌতম দেব।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিষ্ণুপুর পর্যটন উৎসবে সূচনা বর্ষেই ব্যাপক সাড়া মিলল।

বিষ্ণুপুর হাই স্কুল ময়দানে তিন দিনের এই পর্যটন উৎসবে, প্রাক পূজো ও শীতের মরসুমে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণের জন্য সরাসরি স্পট বুকিং এরও সুযোগ করে দিয়েছে পর্যটন দপ্তর।

এই উৎসব প্রাঙ্গনে কুড়িটি স্টল রয়েছে।

পাশাপাশি, বিষ্ণুপুরের টেরাকোটা,বালুচরীর সহ নানা শিল্প সামগ্রীরও পসরা সাজিয়েছেন স্থানীয় শিল্পীরা।

পর্যটন মন্ত্রী গৌতম দেব এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পর্যটন মন্ত্রী জানান, বিষ্ণুপুরের পর্যটনকেন্দ্র হিসেবে দেশে,বিদেশে আকর্ষণ রয়েছে। তাই, সেই আকর্ষণ কে কাজে লাগিয়ে দেশ,বিদেশের পর্যটকদের বিষ্ণুপুর মুখী করাটাই পর্যটন দপ্তরের লক্ষ্য। তাছাড়া, বিষ্ণুপুর কে কেন্দ্র করে মুকুটমণিপুর, শুশুনিয়া,বিহারীনাথ,

জয়পুর,জয়রামবাটি, সুতান,সহ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্র গুলিকে নিয়ে একটি টুরিস্ট সার্কিট জোন করে, জেলার পযটন স্থান গুলির বিপননে জোর দেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, এই পর্যটন মেলায় এসে খুশী দর্শকরাও। বিশেষ করে টিন এজাররা তারিয়ে,তারিয়ে এই উৎসবের মজা উপভোগ করতে ভীড় জমাচ্ছেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story