জিতেই মুকুটমণিপুর রেল পথ তৈরীর তদ্বিরে জোর সুভাষের।
BY Bankura 24x724 May 2019 5:32 AM GMT
X
Bankura 24x724 May 2019 5:32 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিপুল ব্যবধানে তৃণমূলের হেভী ওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় কে ধরাশায়ী করার পর সাংবাদিক বৈঠকে বাঁকুড়া লোকসভার বিজয়ী বিজেপি প্রার্থী সুভাষ সরকার জানিয়ে দিলেন, জেলার থমকে থাকা মুকুটমণিপুর রেল পথ,সেচ ও পানীয় জলের প্রকল্প আর স্বাস্থ্য পরিষেবার মান বাড়াতে এবার দিল্লীতে দরবার করবেন তিনি। এমনকি প্রকল্পের পরিকল্পনা করে তা, প্রস্তাব আকারে পাঠাবেন সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক গুলোতেও।
#দেখুন সুভাষ সরকারের আন-কাট প্রেস কনফারেন্সের 🎦 ভিডিও। 👇[embed]
Next Story