ছবি বিভ্রান্তির জেরে, নির্দোষ পুলিশ অফিসারের শাস্তি চেয়ে থানায় বিক্ষোভ দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী সুভাষ সরকার!

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : "গোঁফের আমি,গোঁফের তুমি গোঁফ দিয়েই যায় চেনা" — না! এখানে, গোঁফ ভ্রান্তিতেই চেনা গেল না আসল অভিযুক্ত কে! ফলে, নির্দোষ এক পুলিশ অফিসারের ছবি নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার! তবে,উনি তাদের ছবি বিভ্রান্তির কথা স্বীকারও করে নিয়েছেন নিজমুখেই। বিজেপির দাবী, মঙ্গলবার মাধ্য রাতে শহরের প্রতাপবাগান এলাকায় বিজেপি কর্মীরা মোটর বাইক ঢোকাচ্ছিলেন। সেই সময় টহলরত পুলিশ গাড়ি তাদের ওপর চড়াও হয়ে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভ চলা কালীন নির্দোষ এক পুলিশ অফিসারের ছবি হাতে নিয়ে, তার শাস্তির দাবী করার জেরে, বিতর্ক তৈরি হয়েছে পুরোদমে! যদিও পরে অভিযুক্ত পুলিশ অফিসার কে চিহ্ণিত করা গেছে বলে সাংবাদিকদের জানান সুভাষ বাবু। পাশাপাশি, তিনি অভিযুক্ত ওই পুলিশ অফিসারের শাস্তির জোরালো দাবী তোলেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]