পাত্রসায়রে তিন বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে রতনপুর বাজারে ১২ ঘন্টার বন্ধ বিজেপির।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,রতনপুর) : পাত্রসায়রে এক ছাত্র সহ দুই বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকে ওন্দা ব্লকের রতনপুর বাজারে পালিত হচ্ছে ১২ ঘন্টার বন্ধ। আজ সকাল ৬ টা থেকে চলছে বন্ধ। বাজারে কোনো দোকানপাট খোলেনি। তবে স্কুল,কলেজ অফিস বন্ধের আওতার বাইরে থাকায় সেখানে স্বাভাবিক কাজ কর্ম চলছে। আজ সন্ধ্যা ৬টার পর বাজার খুলবে। বিজেপির স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন পুলিশের গুলিতে তিন জনের আহত হওয়ার প্রতিবাদে এবং ঘটনার তদন্ত করে দোষী পুলিশ যারা বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে তাদের শাস্তির দাবীতে জন মত গড়ে তুলতেই এই ১২ ঘন্টার রতনপুর বাজার বন্ধের ডাক দেওয়া হয়েছে।
#দেখুন 🎦ভিডিও। 👇[embed]





