রামসাগরে বিজেপির বিজয় মিছিলে মানুষের ঢল।
BY Bankura 24x718 Jun 2019 1:42 PM GMT
X
Bankura 24x718 Jun 2019 1:42 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,রামসাগর) :- জেলায় বিজেপির বিজয় মিছিলের বিরাম নেই! রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা কে অমান্য করা জেলায় অব্যহত রয়েছে বিজয় মিছিল। আজ বিষ্ণুপুর লোকসভার রামসাগরে বিজেপির বিজয় মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি, ছিল বাঁধন ছাড়া বিজয় উল্লাস! স্থানীয় বিজেপির নেতা,কর্মী,সমর্থকদের সাথে এদিন বিজয় মিছিলে পা মেলান জেলার নেতৃবর্গ।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story