নজরে ভোট

জেলায় ঢোকার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সৌমিত্র খাঁ, সামনের সপ্তাহে হবে মামলার শুনানি।

জেলায় ঢোকার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সৌমিত্র খাঁ, সামনের সপ্তাহে হবে মামলার শুনানি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া জেলায় ঢোকার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আজ তিনি জেলায় ঢোকার আনুমতি চেয়ে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করেন। আবেদনে তিনি আদালত কে জানান,আগামী ১৬ তারিখ মনোনয়ন জমা দেওয়ার দিন শুরু হচ্ছে। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে বাঁকুড়ায় ঢুকতে পারছেন না তিনি। সেক্ষেত্রে,জেলায় ঢুকতে না পারলে,মনোনয়ন জমা দিতে পারবেন না। তাই, তাকে জেলায় ঢোকার আনুমতি দেওয়া হোক। তার এই আবেদনে সাড়া দিয়ে সর্বোচ্চ আদালত মামলাটি গ্রহণ করেছে। এবং সামনের সপ্তাহে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে। প্রসঙ্গত, এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়,সৌমিত্র খাঁকে যেমন গ্রেফতার করা যাবে না,তেমনি সৌমিত্র খাঁ-ও বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না। সম্প্রতি সেই নির্দেশ আরো চার সপ্তাহ বাড়িয়ে দেয় হাইকোর্ট। সেই নির্দেশর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সৌমিত্র বাবু। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তার নামে চাকরি দেওয়ার নামে প্রতারণা, অবৈধ বালির কারবারে যোগসাজশের অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা দায়ের হয়।

Next Story