Home > নজরে ভোট > এবার এজেলার ভোট রাজনীতিতেও শুরু নকুলদানা কালচার! বিস্তারিত জানতে দেখুন এই 🎦ভিডিও প্রতিবেদন।
এবার এজেলার ভোট রাজনীতিতেও শুরু নকুলদানা কালচার! বিস্তারিত জানতে দেখুন এই 🎦ভিডিও প্রতিবেদন।
BY Bankura 24x714 April 2019 3:08 PM GMT

X
Bankura 24x714 April 2019 3:08 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার বাঁকুড়ার রাজনীতির আঙ্গিনায় প্রবেশ ঘটল নকুলদানার! এতদিন এই নকুলদানার সাথে নাম জড়িয়েছিল অনুব্রত মন্ডলের। আজ বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার এই জেলায় চালু করলেন নকুলদানা কালচার। চৈত্র সংক্রান্তি উপলক্ষে এক্তেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার পর মন্দিরের মূল ফটকে দাঁড়িয়ে বিলি করেন নকুলদানা। তবে, তিনি অনুব্রতের নকুলদানার প্রসঙ্গ তুলতেই সাংবাদিকদের বলেন তিনি নকুলদানা বিতরণ করে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছেন আর আনুব্রতর নকুলদানা আসলে বড়ো বোমার ছোট সংস্করণ, যা সন্ত্রাস সৃষ্টি করে - এটাই ফারাক সুভাষের নকুলদানার সাথে আনুব্রতর নকুলদানার।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story