নজরে ভোট

টিম পিকের পাল্টা বিজেপির! ভোটার মাইক্রো ম্যানেজমেন্টকে হাতিয়ার করে বাঁকুড়ায় ২৪-০ করতে কাজ শুরু।

টিম পিকের পাল্টা বিজেপির! ভোটার মাইক্রো ম্যানেজমেন্টকে হাতিয়ার করে বাঁকুড়ায় ২৪-০ করতে কাজ শুরু।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আসন্ন পুরভোটে তৃণমূলকে ফের ক্ষমতায় আনতে শহরে জোর কদমে নেমে পড়েছে ভোট গুরু পিকের টিম আইপ্যাক। আইপ্যাক কে টেক্কা দিতে পাল্টা কৌশল নিয়েছে বিজেপিও। তৃণমূল আগামী ২৫ ফেব্রুয়ারী শহরের রবীন্দ্রভবনে বাঁকুড়া পুর এলাকার বুথ ভিত্তিক কনভেনশনের ডাক দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে বিজেপিও পাল্টা কর্মসূচি নিয়ে ময়দানে হাজির। তবে বুথ ভিত্তিক না করে, বিজেপি একে বারে ডোর টু ডোর,ভোটার টু ভোটার মাইক্রো ম্যানেজমেন্ট সিস্টেমকে এবার হাতিয়ার করেছে। এই কর্মসূচির মাধ্যমে ভোটাররা গত পাঁচ বছরে ব্যক্তিগত ভাবে কি পেয়েছেন,বা ওয়ার্ডগত ভাবে কি পেয়েছেন আর কি পাননি তা যেমন জানা হবে, পাশাপাশি ভোটাররা কি,কি, কাজ নিজের জন্য বা তার ওয়ার্ডের জন্য চান তারও তালিকা বানানো হবে।এছাড়াও ভোটারদের কাছ থেকে আগামী দিনে শহরের উন্নতির জন্য কি,কি কাজ করা জরুরী তার সাজেশনও চাইবে বিজেপি। এমনটাই জানালেন বিজেপির রাজ্য সহ সভাপতি তথা বাঁকুড়া লোকসভার সাংসদ ডাঃ সুভাষ সরকার। তবে এই সার্ভে সরাসরি বিজেপির ব্যানারে হবে, না অরাজনৈতিক মোড়কে বিশেষ দল ওয়ার্ডে নামিয়ে করা হবে? তা অবশ্য খোলসা করেন নি সুভাষ বাবু। তবে তিনি দাবী করেছেন এবারের পুরভোটে ২৪ -০ ব্যবধানে তৃণমূলকে শহর থেকে ধুয়ে,মুছে সাফ করবে গেরুয়া ঝড়!প্রসঙ্গত, গত লোকসভায় বাঁকুড়া পুরসভার ২৪ টি ওয়ার্ডের মধ্যে ১৯ নাম্বার বাদ দিয়ে ২৩ টি ওয়ার্ডেই ভালো ভোটে লীড দেয় বিজেপি। এবার ১৯ নাম্বার ওয়ার্ডেও বিজেপি জয়ী হবে বলে আশাবাদী সুভাষ বাবু। তিনি বলেন ২০১৫ সালে বিজেপি বাঁকুড়া শহরে পুরভোটে প্রার্থীই খুঁজে পাননি! আর এবার এক একটি ওয়ার্ড থেকে ১৫ থেকে ২০ জন করে প্রার্থী পদের জন্য আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। এই আবেদন গুলো থেকেই একেবারে তরুণ প্রার্থীদেএ এবার অগ্রাধিকার দেওয়া হবে বলে ঠিক করছে বিজেপি।পাশাপাশি,প্রার্থী তালিকায় বেশ কিছু শহরের অরাজনৈতিক বিশিষ্ট নাগরিকদের স্থান দিয়ে চমক দিতে দল তৈরী বলেও জানান বিজেপির রাজ্য সহ সভাপতি সুভাষ সরকার। এখন দেখার বিজেপির এই রণকৌশল শেষে পুরভোটেও লোকসভার ফল শহরের বুথে,বুথে ধরে রাখতে পারে? না ভোট কুশলী পিকের রেমিডিতে লোকসভার ভোটের ড্যামেজ কন্ট্রোল করে বাঁকুড়া পুরবোর্ড দখলে রাখে তৃণমূল? তার জন্য অবশ্য পুর ভোটের ফলাফল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

#দেখুন 🎦ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Next Story