হাড়মাসড়া পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ ও গণ ডেপুটেশন।
BY Bankura 24x78 July 2019 4:45 PM GMT

X
Bankura 24x78 July 2019 4:45 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : একশো দিনের কাজে দূর্নীতি, গীতাঞ্জলি প্রকল্পে বেনিয়ম, স্বজন পোষণ, সহ একগুচ্ছ দাবীতে আজ হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল বিজেপি। বিশাল মিছিল করে গ্রাম পঞ্চায়েতে চড়াও হয়ে বিক্ষোভ দেখানোর পর দেওয়া হয় গণ ডেপুটেশন। এদিনের বিজেপির এই কর্মসুচী ঘিরে ছিল কড়া পুলিশী নিরাপত্তা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story