বাঁকুড়ায় দলীয় সম্বর্ধনা সভায় যোগ দিতে এসে রাজ্য জুড়ে ডাক্তারদের হরতাল তুলে নেওয়ার পক্ষে সওয়াল দিলীপ ঘোষের।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ায় দলীয় সম্বর্ধনা সভায় যোগ দিতে এসে ডাক্তারদের হরতাল তুলে নেওয়ার অনুরোধের পাশাপাশি,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও এই ইস্যুতে এক হাত নেন বিজেপির রাজা সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের সাথে শ্রমিকের মতো, গুন্ডার মতো ব্যবহার করছেন তা, একেবারেই ঠিক নয়।
রাজ্য জুড়ে যা চলছে তা,ঠিক চলছে না! এই মন্তব্যের পাশাপাশি, তার অভিমত, ,হাসপাতালটা ঝগড়া করার জায়গা নয়।ইগো, মান-সম্মানের ব্যাপার নয়।মানুষের জীবন নিয়ে টানাটানি।
আমি ডাক্তারদের বলছি,আপনাদের সুরক্ষা অবশ্যই পাওয়া উচিত। কিন্তু, মানুষের জীবনের সুরক্ষা সবার আগে হওয়া উচিত। মানুষ ডাক্তারকে বিশ্বাস করে। তাই সাধারণ মানুষ যা কষ্ট পাচ্ছে, বা গরীব মানুষ যারা অসুস্থ তাদের কথা ভেবে, ডাক্তারদের এই হরতাল তুলে নেওয়ারও আবেদন জানান দিলীপ বাবু।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]