ব্রেকিং নিউজ

পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলা ঘটার পিছনে পর্যবেক্ষণের ঘাটতিকেই দায়ী করলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার,পাশাপাশি ইমরান কে পাক সেনার চাপরাশি বলেও কটাক্ষ করেন তিনি।

পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলা ঘটার পিছনে পর্যবেক্ষণের ঘাটতিকেই দায়ী করলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার,পাশাপাশি ইমরান কে পাক সেনার চাপরাশি বলেও কটাক্ষ করেন তিনি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলায় ৪২ জন জওয়ানের মৃত্যুর ঘটনায় কোনো না,কোনো ক্ষেত্রে পর্যবেক্ষণের ঘাটতি ছিল বলে সরাসরি স্বীকার করে নিলেন সংঘ পরিবারের বর্ষীয়ান নেতা তথা বিজেপির সর্বভারতীয় দলীয় কর্মসমিতির সদস্য এবং দেশের অন্যতম হিন্দুবাদী নেতা বিনয় কাটিয়ার। তিনি বাঁকুড়ায় প্রধান মন্ত্রীর মন কী বাত কর্মসূচির প্রচার অভিযানে যোগ দিতে এসে সাংবাদিক বৈঠকে আজ এই মন্তব্য করেন।পাশাপাশি,পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কে সে দেশের সেনা বাহিনীর "চাপরাশি"- বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবী,ইমরানের নিজের কোনো ক্ষমতা নেই। তাকে সেনাবাহিনীর আজ্ঞা মেনেই চলতে হয়। তার উস্কানিতেই কাশ্মীরে অশান্তি চলছে। পাশাপাশি, এই বর্ষীয়ান নেতা বলেন, পাকিস্তানের সাথে আলোচনায় কোনো প্রয়োজন নেই। এবার তাদের যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা।

সাংবাদিক দের অন্য এক প্রশ্নের উত্তরে তিনি জানান, শঙ্কু দেব পান্ডার বিরুদ্ধে সারদা মামলায় যুক্ত থাকার অভিযোগ থাকলেও, যেহেতু সিবিআই তার বিরদ্ধে এখনও চার্জশিট দাখিল করেনি, তাই তাকে দলে যোগদান করানো হয়েছে। সিবিআাই রিপোর্ট এলে তখন সেই মতো ভাবা যাবে বলেও তিনি মন্তব্য করেন।

#দেখুন 🎦ভিডিও👇[embed]

Next Story