সন্দেশখালির ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন এলাকায় কোথাও সকাল থেকে কোথাও বিকেলে বিজেপির পথ অবরোধ।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সন্দেশখালির ন্যাজাটের কর্মী হত্যার ঘটনার প্রতিবাদে আজ দিনভর বাঁকুড়ার বিভিন্ন জায়গায় পথ অবরোধে সামিল হলেন বিজেপির কর্মী, সমর্থকরা। রবিবার সকাল থেকেই বিক্ষোভ, পথ অবরোধ শুরু করে দেন তারা।যার জেরে সমস্যায় পড়েন বাস যাত্রীরা, আচমকা পথে আটকে পড়ে নাজেহাল হতে হয় চিকিৎসা করতে যাওয়া রোগীদেরও জেলার গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করায় সড়ক জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিন সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে পথ অবরোধের খবর আসতে থাকে।জঙ্গল মহলের রাইপুর,খাতড়া,তালডাংরা, সিমলাপালের পাশাপাশি, শহর লাগোয়া পুয়াবাগান, হেবির মোড়,ওন্দা,রতনপুর সহ বিভিন্ন জায়গায় এই অবরোধ কর্মসূচি চলে। বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র ন্যাজাটের ঘটনার তীব্র নিন্দা করে বলেন, সন্ত্রাসের রাজনীতি বন্ধ করার দাবি ও এই ঘটনার প্রতিবাদে আমরা আজ এই কর্মসূচি নিয়েছি।এদিন বিকেলেও বাঁকুড়ার রতনপুর সহ বেশকিছু জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অন্যদিকে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ওন্দা ও ইন্দাসে এদিন পথ অবরোধ হয় সকালেই। বিকেলে অবরোধ, বিক্ষোভ হয় বড়জোড়া,বেলিয়াতোড়, কোতুলপুর, সোনামুখী,রতনপুর এলাকায় বলে জানিয়েছেন, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি স্বপন ঘোষ। তবে ছুটির দিনেও পথে বেরিয়ে আচমকা অবরোধে পড়ে নাজেহাল হতে হওয়ায় ক্ষুব্ধ আম জনতা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]