ব্রেকিং নিউজ

একশো দিনের কাজের তথ্য জানতে আর,টি,আই,বিজেপি কর্মীর ওপর হামলার আভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে।

একশো দিনের কাজের তথ্য জানতে আর,টি,আই,বিজেপি কর্মীর ওপর হামলার আভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : একশো দিনের কাজের তথ্য জানতে আর,টি,আই করায় এক বিজেপি কর্মীকে লাঠি, সোটা দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল গদারডিহি গ্রাম সংসদের এক সদস্যার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, পরেশ বাগদী নামে ওই তৃণমূল নেতা জগন্নাথপুর মোড়ে একা পেয়ে বিদ্যুৎ মন্ডল কে পেটায়। বিদ্যুৎ বাবু গত ৯ই জুলাই গদারডিহি গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজের হিসেব চেয়ে আর,টি,আই করেন। সেই খবর জানা মাত্রই পরেশ বাবু বিজেপি কর্মী বিদ্যুৎ কে প্রাণে মারার হুমকী দিচ্ছিল। আর আজ দুপুরে তাকে রাস্তায় একা পেয়ে বিদ্যুৎ কে প্রচন্ড প্রহার করেন। সেই সময় বিদ্যুৎ বাবু পঞ্চায়েত অফিস থেকে বাড়ী ফেরার পথে জগন্নাথপুরে আক্রান্ত হন। যদিও তৃণমূল এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

#দেখুন🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/christian-college-has-complained-to-vc-against-the-rathunath-murmu-college-said-principal/img_20190709_190236-2/" rel="attachment wp-att-5709">

Next Story