নজরে ভোট

বিজেপি কর্মীদের ওপর হামলা,আহত ৫,কমিশনে নালিশ জানাচ্ছে বিজেপি।হামলায় ধৃত ৩ অভিযুক্ত।

বিজেপি কর্মীদের ওপর হামলা,আহত ৫,কমিশনে নালিশ জানাচ্ছে বিজেপি।হামলায় ধৃত ৩ অভিযুক্ত।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে! এই আসনে তৃণমূল কে বিজেপি সমানে,সমানে টক্কর দিতে কোমর বাঁধছে। আর, তা আগাম আঁচ করেই বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে শাসক দল। এমনটাই আভিযোগ তুলল বিজেপি।এমন কি,এনিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশও জানাচ্ছে তারা বলে সুত্রের খবর।বৃহস্পতিবার দুপুরে বর্ধমানের খন্ডঘোষ থেকে বিষ্ণুপুরে যদুভট্ট মঞ্চে দলের শক্তিকেন্দ্র প্রমুখ ও মন্ডল সভাপতিদের বৈঠকে যোগ দিতে আসার পথে পাত্রসায়রে বিজেপি কর্মীদের গাড়ী আটকে মারধর করা হয়,গাড়ীতে ভাঙচুর করা হয়।এই হামলায় ৫ জন জখম হন।এবং এক জনকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। বিজেপি এই হামলার ঘটনাই সরাসরি তৃণমূলের বিরুদ্ধে আভিযোগ তুল সরব হয়েছে।যদিও,তৃণমূল আভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। আন্যদিকে,পুলিশ এই হামলার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে।এই আসনে তৃণমূল কে ভোটে চ্যালেঞ্জ জানতে সদ্য তৃণমুল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সৌমিত্র খাঁ কে প্রার্থী করে কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল নিয়েছে বিজেপি,আর সেই কৌশল ঠেকাতে মরিয়া শাসক দল!

এখন দেখার, এই সম্মান রক্ষার আসনটিতে শেষ হাসি হাসে কোন দল!

#দেখুন 🎦 ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/bike-with-multi-fuel-operationoperating-innovation-by-subhendu-kuchlan-got-first-position-in-state/img-20190303-wa0006/" rel="attachment wp-att-3788">

Next Story