মহালয়ার পূন্য তিথিতে স্বেচ্ছায় রক্তদানে ব্রতী হলেন হাটগ্রামের বাসিন্দারা।
BY Bankura 24x728 Sep 2019 12:58 PM GMT

X
Bankura 24x728 Sep 2019 12:58 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দেবী পক্ষের সূচনার দিনটিকে একটু অন্য ভাবে পালন করলেন জেলার হাটগ্রামের গ্রামবাসীরা। মহালয়ার পূণ্য তিথিতে গ্রামের রবীন্দ্র গ্রমীণ পাঠাগারের উদ্যোগে গ্রামের পুরুষ ও মহিলারা ব্রতী হলেন স্বেচ্ছায় রক্তদানে। এদিন এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে প্রায় ৩৫ জন রক্তদান করেন।
প্রসঙ্গত, পূজোর মরসুমে জেলার ব্লাড ব্যাঙ্কে রক্তের যোগানে ঘাটতি কাটাতেই মহালয়ার দিন এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story