শ্যামদাসপুর ইউনাইটেড ক্লাব ও ভারত মাতা যুব সংঘের যৌথ উদ্যোগে রক্তদান শিবির।
BY Bankura 24x73 March 2019 3:29 PM IST

X
Bankura 24x73 March 2019 3:29 PM IST
#বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : সামনেই আসছে ভোটের মরসুম।এই সময় রাজ্য জুড়ে রক্তের টান পড়ে ব্লাড ব্যাংক গুলোয়।জেলায় এই সময় রক্তের যোগান স্বাভাবিক রাখার উদ্দেশ্য কে সামনে রেখে জেলার শ্যামদাসপুর ইউনাইটেড ক্লাব ও ভারত মাতা যুব সংঘ আজ যৌথ ভাবে রক্তদান শিবিরের আয়োজন করে। এই শিবিরে মোট ৭২ জন রক্ত দান করেন। এদের মধ্যে ৫জন মহিলাও রয়েছেন।বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের কর্মীরা এই শিবিরে রক্ত সংগ্রহ করেন।
Next Story