জঙ্গলমহল খাতড়া

সিমলাপালে গ্রাম লাগোয়া মাঠে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। তদন্তে খাতড়ার এসডিপিও।

সিমলাপালে গ্রাম লাগোয়া মাঠে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। তদন্তে খাতড়ার এসডিপিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মঙ্গলবার থেকে নিখোঁজ থাকা এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জেলার সিমলাপাল থানা এলাকার বীরসিংহপুর গ্রামে। গ্রাম সংলগ্ন একটি ফাঁকা মাঠে পড়ে ছিল শিবু মূর্মু (৪০) নামে এই গ্রামবাসীর মৃতদেহটি। উদ্ধার হওয়া মৃত দেহে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ মারার চিহ্ণ রয়েছে। খবর পেয়ে মৃতের পরিবারের লোক ঘটনাস্থলে ছুটে যান। খবর দেওয়া হয় সিমলাপাল থানায়। এই খুনের ঘটনার তদন্তে গ্রামে যান খাতড়ার মহকুমা পুলিশ আধিকারিক বিবেক বর্মা। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ী ফেরেন নি শিবু। বাড়ীর লোক রাত পর্যন্ত খোঁজ চালালেও কোন খোঁজ পাননি তারা। অবশেষে, আজ সকালে গ্রামের লাগোয়া একটি মাঠে শিবুর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের অভিযোগ কে,বা কারা খুন করেছে শিবুকে। পুলিশও সেই অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/bloody-bodies-recovered-at-village-adjoining-field-in-simalapal-sdpo-of-khatara-started-investigation/img-20200311-wa0045/" rel="attachment wp-att-8342">

Next Story