জঙ্গলমহল খাতড়া

কলকাতা বই মেলায় ভালো সাড়া ফেলল জেলার প্রাবন্ধিক সুকুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত 'রাঢ় প্রবন্ধমালা' (২)।

কলকাতা বই মেলায় ভালো সাড়া ফেলল জেলার প্রাবন্ধিক সুকুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত রাঢ় প্রবন্ধমালা (২)।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: প্রকাশের পর থেকেই কলকাতা বই মেলায় সাড়া ফেলেছে রাঢ় প্রবন্ধমালা(২)। রাঢ় বাংলার প্রতিষ্ঠিত সাংবাদিক ও প্রাবন্ধিক ও লোক সাহিত্য গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় রাঢ় বাংলার সাহিত্যের নিজস্ব ঘরানার সৃজনশৈলীতে লেখা এই প্রবন্ধের ডালি মন জয় করে নিয়েছে প্রবন্ধ প্রেমীদের।বুধবার ৪৩ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলায় জাগো বাংলা প‍্যাভেলিয়নের মুক্তমঞ্চে রাঢ় প্রবন্ধমালা( ২) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ‍্যসভার সাংসদ দোলা সেন। এছাড়া, অন‍্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা নিউজ এর মূখ‍্য সম্পাদক দীপঙ্কর নাগ সহ বিশিষ্ট লেখক গবেষক,এবং রাজনৈতিক ব্যক্তি বর্গ। গতবছর একই মঞ্চে রাঢ়প্রবন্ধমালা(১) এর উদ্বোধন হয়েছিল।এবছরের দ্বিতীয় সংখ্যায় ১৬৷জন লেখক - গবেষকের মূল‍্যবান প্রবন্ধ ঠাঁই পেয়েছে এই বইয়ে।সম্পাদক সুকুমার বন্দ‍্যোপাধ‍্যায়,দুই গবেষক- লেখক ড:সর্বজিৎ যশ ও রামামৃত সিংহমহাপাত্র এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এই বইয়ের প্রবন্ধ গুচ্ছের ওপর আলোকপাত করেন। রাঢ় প্রকাশন থেকে প্রকাশিত এই গ্ৰন্থটি উন্মোচনের দিন থেকেই ভালো সাড়া ফেলেছে উৎসাহী পাঠক মহলে বলে,জানান বইটির সম্পাদক সুকুমার বন্দ্যোপাধ্যায়।

Next Story